পৃষ্ঠাসমূহ

Registration of Societies Act. XXVI of 1961 , Govt. of West Bengal , Registration No :- S / IL / 25855

Head Office :- Hulor Ghat, Sree Mayapur, Nadia, Pin No -741313, ( M: 9933141517 )

Branch Office :- Nirsinghapur, Bishnupur, Krishnagar, Nadia – 741103, ( M: 9933019048 )

Website :- vlenadia.blogspot.com & E-mail :- ndtmka@gmail.com

নোটিস :- মিটিং জানুয়ারী ২০১০

গত ২৯. ০১. ২০১০ তারিখ শুক্রবার বেলা ১১.০০ টারসময় কৃষ্ণনগরে মিটিং হয়েছে আলচ্য বিষয় :‌ - ১. এম, এন, রায় :- সকল ভি, এল, ই, দের আনুরোধ করাহচ্ছে যে, আপনারা মি: এম, এন, রায় মহাসয়কে একটি চিঠি লিখুন নিজের নাম ও ভি, এল, ই, আইডি দিয়ে । ২. ডি, এম, :‌- জেলাশাসক কেও নিজে নিজে একটি চিঠি দেবেন । ৩. এস, বি, আই,(ব্যাংক লোন) :- ব্যাংকে ও ব্যাংকের হেডঅফিসেও একটি চিঠি দেবেন । ৪. ১৭. ০১. ২০১০ জোসেপ বিল্ডিং :‌ - রাজ্যকমিটির উদ্যগে ১৭.০২.২০১০ তারিখে কোলকাতায় মি: এম, এন, রায় মহাশয়ের সঙ্গে ভি, এল, ই দের বৈঠক , অবস্থান ধর্মঘট, ইত্যাদি কর্মসুচি নেওয়া হয়েছে । ৫. ক্রেতা সুরক্ষা দপ্তরের সঙ্গে আলচনা ও উকিলের সঙ্গে আলচনা করে বিভিন্য প্রমান পএ সংরহ চলছে, আপনাদেরকে ও অনুরোধ করাহচ্ছে আপনাদের কাছে কোন প্রমানপএ থাকলে তা আমাদের পাঠান, ( ই-মেল :- ndtmka@gmail.com ) প্রমান পএগুলি সংরহ হলে ক্রেতা সুরক্ষা দপ্তরে জমাদেওয়া হবে । ৬. ডি, এম, :- পূনরায় জেলাশাসকের কাছে তাহার সাক্ষাতকারের জন্য সময় আনুমতি প্রর্থনা করা হয়েছে । বি: দ্র: - ডি, এম, ও ব্যাংক এবং মি: এম, এন, রায় মহাশয়ের কাছে চিঠি দেবার জন্য ওয়েবসাইট :- wbvle.blogspot.com এ দেওয়া চিঠি গুলি দেখেনিতে পারেন ইতি রামপ্রসাদ পাল মো:- ৯৯৩৩০১৯০৪৮ সম্পাদক, নদীয়া জেলাকমিটি (" অল বেঙ্গল ভি, এল, ই, অর্গানাইজেসন")