পৃষ্ঠাসমূহ

Registration of Societies Act. XXVI of 1961 , Govt. of West Bengal , Registration No :- S / IL / 25855

Head Office :- Hulor Ghat, Sree Mayapur, Nadia, Pin No -741313, ( M: 9933141517 )

Branch Office :- Nirsinghapur, Bishnupur, Krishnagar, Nadia – 741103, ( M: 9933019048 )

Website :- vlenadia.blogspot.com & E-mail :- ndtmka@gmail.com

New.............................. New.................. New...........

প্রীয় ভি. এল. ই. ,

আগামী November 2010 তারিখ, পশ্চিমবঙ্গ সরকারের MIC, Information Technology and Biotechnology Department এর মাননীয় মন্ত্রী Dr. Debesh Das মহাশয় All Bengal Village Level Entrepreneurs' Welfare Organization এর দুজন পদাআধিকারীর সঙ্গে ইউনিয়ানের অন্তর্গত সকল ভি. এল. ই. দের সমস্যা সমাধানের জন্য তথ্য প্রযুক্তি দপ্তরের অফিসে আলচনা সভায় বসবেন ।

অতয়েব,
আপনাদের সমস্যাগুলি আগামী 05 November 2010 তারিখের মধ্যে জেলাকমিটির কাছে লিখিত ভাবে জানাতে অনুরোধ করা হচ্ছে ।








ঠিকানা :‌-

ভারপ্রাপ্ত মন্ত্রী
ড: দেবেশ দাস
তথ্য প্রযুক্তি দপ্তর, ৪,ক্যামাক স্ট্রীট কলকাতা - ৭০০০১৬
দূরাভাষ: ২২৮২১৯৪৫
ফ্যাক্স: ২২৮২১৯৪৪
ই-মেল: debesh@wb.gov.in, debeshd@hotmail.com, ddebesh@yahoo.co.in
Under Construction
Under Construction

* পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকারদের প্রতি আমার বিশেষ আবেদন ।

প্রীয় বন্ধু ,

প্রথমেই আমার আন্তরিক ভালবাসা এবং প্রনাম নেবেন, আমরা বর্তমানে পশ্চিমবঙ্গের ভি. এল. ই. ( সহজ তথ্যমিত্র কেন্দ্রের মালিক ) । আমরা শ্রেয়ী সহজ ই-ভিলেজ লিমিটেড নামক কোম্পানীর বিজ্ঞাপনে মুগ্ধ হয়ে, মাসে ২৫০০০ থেকে ৩০০০০ হাজার টাকা আয়ের গল্প শুনে, যে রঙ্গিন স্বপ্ন দেখেছিলাম তার কারনে আজ আমরা নিস্বঃ হয়ে পথে বসতে চলেছি , তাই বাঁচার তাগিদে এখন মননীয় ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন আধিকারীকদের দরজায় -দরজায় ঘুরে বেড়াচ্ছি । শ্রেয়ী সহজ ই-ভিলেজ লিমিটেড পশ্চিমবঙ্গের বিভিন্য জেলার প্রায় 5, 000 (পাঁচ হাজার ) বেকার যুবক – যুবতীদের , বিভিন্য প্রকার সরকারি ব্যবসা পরিসেবা দেবার নাম করে, ব্যাংক থেকে লোন করিয়ে 1, 60 , 000 টাকা নেয়, কিন্তু প্রায় তিন বছর হয়েগেলো এখোনো আমরা কোনোরকম আয়ের সমাধান দেখতে পারছিনা কিন্তু ব্যাংক আমাদেরকে উকিল দিয়ে লোনের টাকা শোধকরার চিঠি করছে । আয় না হওয়ার কারনে, ব্যাংক লোনের টাকা শোধ করতে  পারছিনা ।  এই  পরিস্থিতির  কথা  ব্যাংককে  চিঠি দিয়ে এবং ব্যাংক আধিকারীকদের সাক্ষাতে জানিয়েছি । ব্যাংক আধিকারীকেরা আমাদের করুন অবস্থা দেখে শ্রেয়ী সহজের চালাকি বুঝে গেছেন তাই, ভারত বর্ষের ১ নাম্বার ব্যাঙ্ক S. B. I আর কোনো লোন দিচ্ছেন না । তাই শ্রেয়ী সহজ আরো নতুন কায়দায় সহজ তথ্যমিত্র কেন্দ্র ( সি. এস. সি. ) স্থাপনের জন্য নানারকমের পদ্ধতি বেরকরছে । যেমন দেখুন :- 1, 60, 000 প্রজেক্ট, যা আগামীতে  আরো বেশি হবার কথাছিল তা, দ্বিতীয় বারে কমে 1, 20 ,000 হলো । তৃতীয় বারে কমে 50, 000 হলো , চতুর্থ বারে কমে 25,000 হল এবং 15,000 হল, এখন 10, 000 লাইসেন্স দিচ্ছে। এর পর মোবাইল কোম্পানী দের মতো সীম ফ্রী প্রজেক্টে বিনা পয়সায় ভারত বর্ষের সবাই কে সহজ তথ্যমিত্র কেন্দ্রের লাইসেন্স দিয়েদেবে । এখন নতুন কায়দায় বিজ্ঞাপন দিয়ে আরো শিক্ষিত বেকারদের সঙ্গে চীট করে টাকা হাতাবার চেষ্টা করছে । আমরা ঠকেছি বলে আপনাদের অনুরোধ করছি, আপনারা আমাদের মতো ভুল করবেন না । এই পথে পা বারাবার আগে ভাবনা - চিন্তা করে কাজ করুন । আমাদের একজন সংগঠনের সদস্য তথা পশ্চিম বঙ্গ সরকারের ১ নাম্বার ভি. এল. ই. মনোজ কর্মকার, তার ছবি ও আয় সরকার এবং শ্রেয়ী সহজ দেখিয়েছে তাদের বইতে এবং সরকারি বিভিন্ন ওয়েব সাইটে । সরকারের ঘোষনা করা ১নং ভি. এল. ই. র আজ কি করুন পরিনতি তা জানতে হলে 9232922450 নাম্বারে ফোন করুন । আমরা পশ্চিমবঙ্গের সকল ভি. এল. ই. শ্রেয়ী সহজ ই-ভিলেজ লিমিটেড নামক কোম্পানীর হাত থেকে মুক্তি পেতে অবশেষে ইউনিয়ান তৈরি করতেবাধ্য হই । আপনি যদি সহজ তথ্যমিত্র কেন্দ্র ( ভি. এল. ই. হতে চান ) খুলতে চান তবে আমাদের সঙ্গে কথা বলে ( মো : 9046344122 / 9434162155 ) অথবা আপনারা আসেপাশের কয়েকটি সহজ তথ্যমিত্র কেন্দ্রে খোঁজখবর নিয়ে দেখুন অথবা তাদের সহজ ভি. এল. ই. একাউন্ট খুলে দেখেনিন তারা কত টাকা ইনকাম করছেন বা লচ করছেন । আমাদের বিশ্বাস এতে আপনারা সঠিক জিনিসটি জানতে পারবেন এবং ঠগবাজদের হাত থেকে রেহাই পাবেন ।


                                                                                               ইতি 
                                               নীহার রঞ্জন রায়
                                                  সভাপতি
                                             পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি
Under  Construction

বিশেষ বিশেষ

আপনাদের জন্য

যে সকল ভি. এল. . রা এই ব্লগের মাধ্যমে আপনাদের বার্তা, আপনাদের কথা ইত্যাদি তুলে ধরতে চান, তারা E-mail :- ndtmka@gmail.com এই ঠিকানায় আমাদের ই- মেল করুন

নদীয়া জেলার দিলীপ বিশ্বাস ( ৯৭৩৪৮৮০৬৯৯)

আপনাদের উদ্দেশ্যে, অামি দিলীপ বিশ্বাস, নদীয়া জেলার কালিনারায়নপুর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অধীনে একজন ভি. এল. "শ্রেয়ী সহজ" এর মিথ্যা প্রচারে, লাভের আশায় এসে হারিয়ে ফেলেছি পিতা‌-মাতার ভালোবাসা, সম্পদ, মনোবল এবং সুন্দর ভবিষ্যত "সহজ তথ্যমিএ কেন্দ্র " করে পেয়েছি পিতা- মাতার ঘৃনা, প্রচুর ঋনের বোঝা, একরাশ হতাশা এবং অনিশ্চিত ভবিষ্যত আরো পাবার সম্ভাবনা আছে মানুষের বদনাম, ঋনের দায়ে হাজতবাস এবং সবশেষে আত্মহত্যার মাধ্যমে চির মুক্তি ইতি হতভাগা দিলীপ বিশ্বাস (মো:- ৯৭৩৪৮৮০৬৯৯)

তথ্যমিএের মালিক পেটেরদায়ে ( রাজমিস্ত্রির ) হেলপারের কাজকরছেন ।

অবাস্তব হলেও সত্য Mr. Paramananda Bera ( VLE ) Mob :- 9800057979 আরোজানতে ক্লিক করুন এখানে      - Click Here
Under Construction

আনন্দ সংবাদ

"নদীয়া জেলা অল বেঙ্গল ভি. এল. ই. অর্গানাইজেসন "- এর পক্ষথেকে নদীয়া জেলার সকল ভি. এল. ই কে জানানো হচ্ছে যে, আপনারা সকলে নিজের নিজের লোকাল BSNL ( টেলিফোন ) দপ্তরের আফিসে Broad Band Connection ( ইন্টারনেট ) নেবার জন্য যোগাযোগ করুন বিঃ দ্রঃ :- ভারত সরকার " তথ্যমিএ কেন্দ্র " (CSC, Ne-GP ) গুলির জন্য বিশেষ সুবিধা দিচ্ছে । ইতি শিবুপ্রসাদ বর্মন ৯৪৭৫২৭৪৬৮২ ( সভাপতি, নদীয়া জেলা ) ইতি রামপ্রসাদ পাল ৯৯৩৩০১৯০৪৮ ( সম্পাদক, নদীয়া জেলা ) নদীয়া জেলা অল বেঙ্গল ভি. এল. ই. অর্গানাইজেসন ( পঃ বঃ )

শ্রেয়ীর প্রধান

Mr.Hemant Kanoria - Chairman & Managing Director, Srei Infrastructure Finance Limited,
Under Construction

১৭. ০২. ২০১০

 ১৭. ০২. ২০১০ তারিখ বুধবার ( বাংলা তারিখ :- ০৪ ঐ ফালগুন ) সকাল ১০.০০ টারসময়  ঠিকানা : - পশ্চিমবঙ্গসরকার গ্রামপঞ্চায়েত ও গ্রামেন্নয়ন বিভাগ ই-গভরনেন্স সেল জেসপ বিল্ডিং , ৬৩ , নেতাজী সুভাষ রোড, কোলকাতা - ৭০০০০১ 

নোটিস :- মিটিং জানুয়ারী ২০১০

গত ২৯. ০১. ২০১০ তারিখ শুক্রবার বেলা ১১.০০ টারসময় কৃষ্ণনগরে মিটিং হয়েছে আলচ্য বিষয় :‌ - ১. এম, এন, রায় :- সকল ভি, এল, ই, দের আনুরোধ করাহচ্ছে যে, আপনারা মি: এম, এন, রায় মহাসয়কে একটি চিঠি লিখুন নিজের নাম ও ভি, এল, ই, আইডি দিয়ে । ২. ডি, এম, :‌- জেলাশাসক কেও নিজে নিজে একটি চিঠি দেবেন । ৩. এস, বি, আই,(ব্যাংক লোন) :- ব্যাংকে ও ব্যাংকের হেডঅফিসেও একটি চিঠি দেবেন । ৪. ১৭. ০১. ২০১০ জোসেপ বিল্ডিং :‌ - রাজ্যকমিটির উদ্যগে ১৭.০২.২০১০ তারিখে কোলকাতায় মি: এম, এন, রায় মহাশয়ের সঙ্গে ভি, এল, ই দের বৈঠক , অবস্থান ধর্মঘট, ইত্যাদি কর্মসুচি নেওয়া হয়েছে । ৫. ক্রেতা সুরক্ষা দপ্তরের সঙ্গে আলচনা ও উকিলের সঙ্গে আলচনা করে বিভিন্য প্রমান পএ সংরহ চলছে, আপনাদেরকে ও অনুরোধ করাহচ্ছে আপনাদের কাছে কোন প্রমানপএ থাকলে তা আমাদের পাঠান, ( ই-মেল :- ndtmka@gmail.com ) প্রমান পএগুলি সংরহ হলে ক্রেতা সুরক্ষা দপ্তরে জমাদেওয়া হবে । ৬. ডি, এম, :- পূনরায় জেলাশাসকের কাছে তাহার সাক্ষাতকারের জন্য সময় আনুমতি প্রর্থনা করা হয়েছে । বি: দ্র: - ডি, এম, ও ব্যাংক এবং মি: এম, এন, রায় মহাশয়ের কাছে চিঠি দেবার জন্য ওয়েবসাইট :- wbvle.blogspot.com এ দেওয়া চিঠি গুলি দেখেনিতে পারেন ইতি রামপ্রসাদ পাল মো:- ৯৯৩৩০১৯০৪৮ সম্পাদক, নদীয়া জেলাকমিটি (" অল বেঙ্গল ভি, এল, ই, অর্গানাইজেসন")
Amit  Kumar  Mondal 
M : 9232669019
Subhadip  Sarkar ( Mota Subha ) 
M : 9474611954
Babu  Kar ( Abhijit ) 
M : 9614481892
Sudipta  Sikder ( Khokan )
M : 9732751737




রামপ্রসাদ পাল মো:- ৯৯৩৩০১৯০৪৮ ( সম্পাদক, নদীয়াজেলা )

আমি "তথ্য মিএকেন্দ্র" এর মালিক । এখন বাধ্য হয়ে, ONE stop SHOP - এর মাধ্যমে রেলের রিজার্ভেসন টিকিট কেটে সংসার চালাচ্ছি ।
                                      Nihar  Ranjan   Roy
                        Mob :  9933141517  /   9046344122
                                            Chairperson
                               Nadia  District  Committee
 All Bengal Village Level Entrepreneurs' Welfare Organization 
                                         Website :-vlenadia.blogspot.com. 
                              E-mail :- ndtmkacchairperson@gmail.com.

অল বেঙ্গল ভি,এল,ই অরর্গানাইজেসন :‌ - অমিতাভ জানা, মো:‌-৯৪৩৪১৬২১৫৫ (পূর্বমেদিনীপুর জেলা সম্পাদক )


নদীয়া ডিস্ট্রিক্ট ম্যাপ


পশ্চিমবঙ্গ ম্যাপ


ভারতবর্ষ ম্যাপ


ভারতবর্ষের জাতীয় পতাকা