প্রীয় বন্ধু ,
প্রথমেই আমার আন্তরিক ভালবাসা এবং প্রনাম নেবেন, আমরা বর্তমানে পশ্চিমবঙ্গের ভি. এল. ই. ( সহজ তথ্যমিত্র কেন্দ্রের মালিক ) । আমরা শ্রেয়ী সহজ ই-ভিলেজ লিমিটেড নামক কোম্পানীর বিজ্ঞাপনে মুগ্ধ হয়ে, মাসে ২৫০০০ থেকে ৩০০০০ হাজার টাকা আয়ের গল্প শুনে, যে রঙ্গিন স্বপ্ন দেখেছিলাম তার কারনে আজ আমরা নিস্বঃ হয়ে পথে বসতে চলেছি , তাই বাঁচার তাগিদে এখন মননীয় ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন আধিকারীকদের দরজায় -দরজায় ঘুরে বেড়াচ্ছি । শ্রেয়ী সহজ ই-ভিলেজ লিমিটেড পশ্চিমবঙ্গের বিভিন্য জেলার প্রায় 5, 000 (পাঁচ হাজার ) বেকার যুবক – যুবতীদের , বিভিন্য প্রকার সরকারি ব্যবসা পরিসেবা দেবার নাম করে, ব্যাংক থেকে লোন করিয়ে 1, 60 , 000 টাকা নেয়, কিন্তু প্রায় তিন বছর হয়েগেলো এখোনো আমরা কোনোরকম আয়ের সমাধান দেখতে পারছিনা কিন্তু ব্যাংক আমাদেরকে উকিল দিয়ে লোনের টাকা শোধকরার চিঠি করছে । আয় না হওয়ার কারনে, ব্যাংক লোনের টাকা শোধ করতে পারছিনা । এই পরিস্থিতির কথা ব্যাংককে চিঠি দিয়ে এবং ব্যাংক আধিকারীকদের সাক্ষাতে জানিয়েছি । ব্যাংক আধিকারীকেরা আমাদের করুন অবস্থা দেখে শ্রেয়ী সহজের চালাকি বুঝে গেছেন তাই, ভারত বর্ষের ১ নাম্বার ব্যাঙ্ক S. B. I আর কোনো লোন দিচ্ছেন না । তাই শ্রেয়ী সহজ আরো নতুন কায়দায় সহজ তথ্যমিত্র কেন্দ্র ( সি. এস. সি. ) স্থাপনের জন্য নানারকমের পদ্ধতি বেরকরছে । যেমন দেখুন :- 1, 60, 000 প্রজেক্ট, যা আগামীতে আরো বেশি হবার কথাছিল তা, দ্বিতীয় বারে কমে 1, 20 ,000 হলো । তৃতীয় বারে কমে 50, 000 হলো , চতুর্থ বারে কমে 25,000 হল এবং 15,000 হল, এখন 10, 000 লাইসেন্স দিচ্ছে। এর পর মোবাইল কোম্পানী দের মতো সীম ফ্রী প্রজেক্টে বিনা পয়সায় ভারত বর্ষের সবাই কে সহজ তথ্যমিত্র কেন্দ্রের লাইসেন্স দিয়েদেবে । এখন নতুন কায়দায় বিজ্ঞাপন দিয়ে আরো শিক্ষিত বেকারদের সঙ্গে চীট করে টাকা হাতাবার চেষ্টা করছে । আমরা ঠকেছি বলে আপনাদের অনুরোধ করছি, আপনারা আমাদের মতো ভুল করবেন না । এই পথে পা বারাবার আগে ভাবনা - চিন্তা করে কাজ করুন । আমাদের একজন সংগঠনের সদস্য তথা পশ্চিম বঙ্গ সরকারের ১ নাম্বার ভি. এল. ই. মনোজ কর্মকার, তার ছবি ও আয় সরকার এবং শ্রেয়ী সহজ দেখিয়েছে তাদের বইতে এবং সরকারি বিভিন্ন ওয়েব সাইটে । সরকারের ঘোষনা করা ১নং ভি. এল. ই. র আজ কি করুন পরিনতি তা জানতে হলে 9232922450 নাম্বারে ফোন করুন । আমরা পশ্চিমবঙ্গের সকল ভি. এল. ই. শ্রেয়ী সহজ ই-ভিলেজ লিমিটেড নামক কোম্পানীর হাত থেকে মুক্তি পেতে অবশেষে ইউনিয়ান তৈরি করতেবাধ্য হই । আপনি যদি সহজ তথ্যমিত্র কেন্দ্র ( ভি. এল. ই. হতে চান ) খুলতে চান তবে আমাদের সঙ্গে কথা বলে ( মো : 9046344122 / 9434162155 ) অথবা আপনারা আসেপাশের কয়েকটি সহজ তথ্যমিত্র কেন্দ্রে খোঁজখবর নিয়ে দেখুন অথবা তাদের সহজ ভি. এল. ই. একাউন্ট খুলে দেখেনিন তারা কত টাকা ইনকাম করছেন বা লচ করছেন । আমাদের বিশ্বাস এতে আপনারা সঠিক জিনিসটি জানতে পারবেন এবং ঠগবাজদের হাত থেকে রেহাই পাবেন ।
ইতি
নীহার রঞ্জন রায়
সভাপতি
পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি